ঊষার আলো ডেস্ক : রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একাত্তরের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আইয়ুব আলী খন্দকার।
দুপুর ২টায় নিজ গ্রাম বজরেরে খামারে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদর্শন করে উপজেলা প্রশাসন। পরে জানাজা শেষে গ্রামের বাড়িতেই দাফন করা হয়।
শুক্রবার (৮ মে) রাতে রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খন্দকার। মৃত্যুকালে তিনি চার ছেলে ও স্ত্রীকে রে
(ঊষার আলো-এমএনএস)