UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ব্যবসায়ীদের মানববন্ধন

usharalodesk
জানুয়ারি ২১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওয়াবদার হাটের দু’শতাধিক ব্যবসায়ী উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন করেছেন।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ওয়াবদার হাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের নোটিশে এক সপ্তাহের মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে নিতে বলার প্রতিবাদে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী ইউনিয়নের ওয়াবদার হাট নামক স্থানে দু’শতাধিক ব্যবসায়ী রাস্তার পাশে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা চালাচ্ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে তারা এ জায়গায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতগুলো বছর অতিবাহিত হয়ে গেলেও বর্তমানে পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে। এমনকি মাইকিং করে ২২ জানুয়ারির মধ্যে তারা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে না নিলে পানি উন্নয়ন বোর্ড আইন প্রয়োগ করে তাদের উচ্ছেদ করবে বলে জানিয়ে দিয়েছে।

বাজারের ব্যবসায়ী মাজাহারুল ইসলাম জানান, দীর্ঘ বছর ধরে আমরা রাস্তার পাশে ঘর তুলে ব্যবসা চালাচ্ছি। এখানে আমাদের স্বল্প আয়ের টাকা দিয়ে সংসারের ভরণপোষণ চলে। পানি উন্নয়ন বোর্ড নোটিশ দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে নিতে বলেছে। তা না হলে ২২ জানুয়ারীর পর তারাই আমাদের উচ্ছেদ করবে বলে জানিয়ে দিয়েছে। আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব পরিবারগুলোর না খেয়ে পথে বসতে হবে।

ওয়াবদার হাট বনিক সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম মহিন জানান, এখানে দীর্ঘ বছর আগে সিরাজ সিকদার নামের এক ব্যক্তি একটি ঘর তুলে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল। অন্য ব্যবসায়ীরা তার ঘরটি ভেঙে দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে দূর্নীতিদমন কমিশনসহ বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ দিয়ে এসব ব্যবসায়ীকে হয়রানি করে আসছে। সরকার তার প্রয়োজনে এসব ব্যবসায়ীদের উচ্ছেদ করবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে প্রধানমন্ত্রীর কাছে আমাদের মানবিক আবেদন উচ্ছেদ করার আগে এসব ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে।

এ ব্যাপারে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায় বলেন, ওয়াবদার হাটের ব্যবসায়ীরা বিনা অনুমতিতে ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছে। বর্তমানে ওই জায়গা পানি উন্নয়ন বোর্ডের বিশেষ প্রয়োজনে তাদের ঘর সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে দোকান-ঘর সরিয়ে না নিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।