ঊষার আলো ডেস্ক : ক্যারিয়ারের নতুন মাইলফলক অতিক্রম করলেন দক্ষিণ ভারতের অভিনেতা ধানুষ। এ করোনার মধ্যেও তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কারনান’ একদিনেই আয় করে নিল সাড়ে ১০ কোটি রুপি! এটি তার ক্যারিয়ারে মুক্তির প্রথমদিনেই আয় হওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ।
করোনার মধ্যেও কম দর্শক নিয়ে তামিলনাড়ুতে দারুণ সাড়া ফেলেছে ‘কারনান’ সিনেমাটি। চলতি বছর ‘মাস্টার’ তারপর এই সিনেমাটিই প্রথম দিনের আয়ের দিক হতে দ্বিতীয় অবস্থানে আছে।
বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন যে, সিনেমাটি ভালো ব্যবসা করবে। মুক্তির পর পরই সিনেমাটি তামিলনাড়ুর দুই-তিনটা শহরে বেশ ভালো দর্শক পায়, যেটি উদ্বোধনী দিনের আয়ে প্রভাব ফেলেছে।
এর আগে ধানুষের অভিনিত ‘বাদা চেন্নাই’ ৬ কোটি ৭৫ লাখ এবং ‘পাতাস’ সাড়ে ৬ কোটি রুপি মুক্তির প্রথম দিনে আয় করে।
‘কারনান’ সিনেমাটি পরিচালনা করেছেন মারি সেলবারাজ। ধানুষের বিপরীতে এতে কাজ করেছেন রাজিশা বিজায়ান। সিনেমাটিতে আরও রয়েছেন যোগী বাবু, গৌরী জি কৃষ্ণা ও লালা পাল।
(ঊষার আলো-এফএসপি)