UsharAlo logo
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জনগণের পাশে এমপি বাবু

koushikkln
অক্টোবর ২৪, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় এলাকা কয়রা-পাইকগাছায় সোমবার ভোর থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় নির্বাচনী এলাকার জনগনের দূর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ কয়রার উত্তর বেদকাশী ইউনিয়ন ও কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গতকাল সোমবার দিনভর নিজে জনসাধারনের মাঝে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সার্বক্ষনিক খোঁজ-খবর নিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।