UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের ইন্তেকাল

usharalodesk
মে ২৫, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৫ মে) মাগরীব বাদ যোগীপোল রেলগেট সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ সিরাজুল হক নান্নু, জাফরুল্লাহ আহম্মদ সাচ্চু, মোঃ আসাদুজ্জামান মুরাদ, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, এসএ রহমান বাবুল, এনামুল হাসান ডায়মন্ড, শেখ হারুন অর রশিদ,মুন্সি আব্দুর রব, কাজী মিজানুর রহমান,শেখ আব্দুস সালাম,শেখ হাসিবুল হাসন,শেখ তরিকুল ইসলাম, আলমগীর হোসেন,মেহেদী হাসান দিপু, মোড়ল আনিসুর রহমান, মোড়ল আব্দুস সোবহান, মুফতি আব্দুল জব্বার, মুন্সি মঈনূল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, আজিজুর রহমান স্বপন, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন মোড়ল হাবিবুর রহমান, মোড়ল আব্দুল গফ্ফার, মাষ্টার মনিরুল ইসলাম, ফকির রবিউল ইসলাম, সাহিনুর ইসলাম পাখি, মীর মনিরুল ইসলাম সংগে, মোল্যা সোহাগ হোসেন, সাজ্জাদুর রহমান তোতন, মোল্যা সোহরাব হোসেন, নগর ছাত্রদল নেতা ইসতিয়াক আহম্মেদ, ইস্তি, তাজিম বিশ্বাস, মুন্সি আজম, শেখ আনোয়ার হোসেন, মোঃ ফরহাদ হোসেন, নাসির উদ্দিন, মোল্যা সোলায়মান, সাহাদৎ হোসেন সাজু, মোঃ কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, আল আমিন হাওলাদার, মাসুম বিল্লাহ, তৌহিদুল ইসলাম, মোঃ বিপ্লব, মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, রুমি সিকদার, মোঃ জাকির শেখ, আল আমিন ফকির প্রমুখ। শুক্রবার (২৮ মে) বাদ জুম্মা পরিবারের পক্ষ থেকে যোগীপোল রেলগেট সংলগ্ন জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এমএনএস)