UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গরীবের বন্ধু ডা. হাবিবুর রহমান আর নেই

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার প্রথিতযশা দন্ত চিকিৎসক ও ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. এস হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন । গত শনিবার দিবাগত রাত ১টা ৫০মিনিটের সময় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রবিবার বাদ জোহর খুলনা নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়। তিনি গরীব রোগী চিকিৎসা করে এলাকায় সুনাম অর্জন করেছিলেন।