UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রায় ৩লাখ শিশুকে খওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

usharalodesk
জুন ৩, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় আগামী শুক্রবার থেকে ১৯ জুন পর্যন্ত স্থানীয় ইপিআই কেন্দ্রগুলোতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু হবে। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষে এ আয়োজন। জেলার ২ লাখ ৯২ হাজার ১৪১ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর পুষ্টির জোগান দিতে মায়ের শাল দুধ খাওয়ানোর পাশাপাশি প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, ৬ মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের সাথে ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে ১শ’ ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ৩ হাজার ২৮২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। ৯শ’ জন তদারককারী এ কর্মসূচি মনিটরিং করবেন। কেসিসি, দাকোপ, পাইকগাছা পৌরসভা ও জেলার ৬৮টি ইউনিয়নের ২শ’ ৪টি ওয়ার্ডে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন চলবে। কেসিসি এলাকায় ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬শ’ ৮০ জন, ১২-৫৯ মাস বয়সী ৯৭ হাজার ১শ’ ৫৩ জন, উপজেলা পর্যায়ে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ১৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬০ হাজার ৩শ ৯২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার(০৩জুন) সকাল সাড়ে ১০টায় স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের জন্য সিভিল সার্জন দপ্তরের আয়োজনে এক ওরিয়েন্টশন কর্মশালায় এসকল তথ্য জানানো হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জয়ন্ত নাথ চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অধিকাংশ সাংবাদিক অংশগ্রহণ করেন।

(ঊষার আলো-এমএনএস)