UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলা দেখতে হলে লাগবে ভ্যাকসিনের সনদ

usharalodesk
নভেম্বর ১৮, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান টি-২০ সিরিজ। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে আবার দেখা যাবে দর্শকদের। স্বাস্থ্যবিধি মেনে মোট ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।

তিন ম্যাচের টি-২০ সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। সশরীরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকেই কিনতে হবে টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ ও তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এ সনদ।

বিসিবি জানায়, টি-২০ সিরিজের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য এক হাজার টাকা ধরা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)