UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

usharalodesk
ডিসেম্বর ২২, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া আকতার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইলে (বোচার বাজার) এ দুর্ঘটনা ঘটে। রাদিয়া আকতার জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু রাদিয়া তার বাবা মায়ের সাথে বোচার বাজার এলাকায় মামার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নানার বাড়িতে আসেন। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মকবুল হোসেন ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় শিশু রাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঊষার আলো-এসএ