UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের ফাঁসি

usharalodesk
আগস্ট ১৭, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাইবান্ধায় মাদক মামলায় দোষী সাব্যস্থ করে পারভেজ মিয়া নামে বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ মামলায় ৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পারভেজ বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামে বসবাস করতেন। খালাসপ্রাপ্তরা হচ্ছে, আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র‌্যাব। এরপর আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

(ঊষার আলো-আরএম)