UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপনে কুষ্টিয়ায় গিয়েছিলেন এএসআই সৌমেন

usharalodesk
জুন ১৩, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : থানা থেকে ছুটি না নিয়ে গোপনে কুষ্টিয়া গিয়েছিলেন এএসআই সৌমেন রায়। রবিবার (১৩ জুন) সকালে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিজের রিভলবার নিয়ে কাউকে কিছু না বলে থানা থেকে বেরিয়ে যান তিনি। কুষ্টিয়ায় গিয়ে তিনজনকে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ এএসআই সৌমেনকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করেছে। এএসআই সৌমেন রায় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের মৃত সুনীল রায়ের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার একজন কর্মকর্তা জানান, গত বছরের ২১ ডিসেম্বর সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় এএসআই পদে যোগদান করেন। এরপর থেকেই সে মাঝেমধ্যে থানায় অনুপস্থিত থাকতেন। রবিবার (১৩ জুন) সকালে সে কাউকে কিছু না বলে থানা থেকে বেরিয়ে যায়। দুপুরে আমরা খবর পাই, সে কুষ্টিয়ায় গিয়ে নারী-শিশুসহ সে তিনজনকে গুলি করে হত্যা করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান জানান, আমাদের কোনো অনুমতি ছাড়াই সে (এএসআই সৌমেন রায়) কুষ্টিয়ায় গেছে। সেখানে গিয়ে সে তিনজনকে হত্যা করে গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রবিবার দুপুর ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করে এএসআই সৌমেন রায়। নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবা খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) ও আসমার শিশু সন্তান রবিন (৭)। এদের মধ্যে আসমা খাতুন এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
(ঊষার আলো-এমএনএস)