UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

usharalodesk
জানুয়ারি ৫, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তার নাম পরিচয় জানা যায়নি।

ঊষার আলো-এসএ