UsharAlo logo
সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের ক্যাইয়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিদুল ক্যাইয়াগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের ক্যাইয়াগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মজিদুলের ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মজিদুলের মৃত্যু হয়।

তারা আরও জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের দেহ ও কোমর সম্পূর্ণ দ্বিখন্ডিত হয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঊষার আলো-এসএ