UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

ঊষার আলো
মে ২৭, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : আরব-আমিরাতের গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। এই প্রথম কোনো বলিউড তারকা পেলেন এই গোল্ডেন ভিসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে সঞ্জয় দত্ত লিখেছে, ‘দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)-এর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি। তাকে এবং ইউএই সরকারকে অনেক ধন্যবাদ।’
দুবাইতে দীর্ঘমেয়াদে বিদেশিদের থাকার সুবিধা দিতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করে ইউএই। প্রথমদিকে এই ভিসা শুধুমাত্র ব্যবসায়ীদের দেওয়া হতো। পরে তার পরিধি বাড়িয়ে বিজ্ঞানী, ডাক্তারসহ সমাজের বিশেষ ব্যক্তিদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ভিসার মেয়াদ ১০ বছর।

(ঊষার আলো- এম.এইচ)