UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তাই গ্রহণযোগ্য পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে এ কথা বলেন ওবায়দুল কাদের । এরপর রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সাথে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছে। ওখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।

আগাম নির্বাচন বা দলের আগাম সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের জানান, ‘জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।  নির্ধারিত সময়েই আমাদের দলের সম্মেলন  হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।’

(ঊষার আলো-আরএম)