UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রিন কার্ডের স্বপ্নপূরণ হল শাকিব খানের!

pial
জুন ২৮, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান হল চিত্রনায়ক শাকিব খানের। তিনি আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন! এই স্বপ্নপূরণ করতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয় তাকে।

২০২১ সালের নভেম্বরের দেশ ছাড়েন তিনি। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে ৮ মাস ধরে বসবাস করছেন তিনি। গ্রিন কার্ড বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের এক ঘনিষ্ঠজন।

তিনি জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পান। তার ৬ মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি হাতে পেয়ে গেছেন।
তবে এ বিষয়টি নিয়ে শাকিব খান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে যে, যেহেতু গ্রিন কার্ডের মিশন সফল হয়েছে শাকিবের, কাজে জুলাইয়ের প্রথম দিকে দেশে ফিরবেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)