UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলো বাংলাদেশের মা-মেয়ের অ্যালবাম

pial
নভেম্বর ১৬, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি নাশিদ কামাল এবং আরমীন মুসার গান ‘জাগো পিয়া’। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুওয়াত’ নামে অ্যালবাম মনোনীত হয়।

যেখানে রয়েছে মা-মেয়ের এই গানও। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো আয়োজনে মনোনীত হয়েছে।
‘জাগো পিয়া’ গানটি লিখেছেন নাশিদ কামাল ও কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুওয়াত’ অ্যালবামের এ গানটি। অ্যালবামে কাজ করেছেন ভারতের ওস্তাদ জাকির হোসেন এবং শংকর মহাদেবানের সংগীত বোদ্ধারা।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারকার মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে পাওয়া গেছে এ নাম।

সেখান থেকে জানা গেছে, অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন আনুষ্কা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছেন বিয়ন্সে।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫ তম আসর বসবে আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জলেসে, একই দিনে বসবে মি. অ্যাওয়ার্ড আসরও।

(ঊষার আলো-এফএসপি)