ঘটনা ১৯৮২ সালের। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুলি’র শুটিং চলছে বেঙ্গালুরুতে। শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিপক্ষে ভিলেন চরিত্রে যে অভিনয় করছেন, তার বয়স খুব কম; ২১ বছরের মতো হবে। ততদিনে সেই অভিনেতা ১০/১২টি সিনেমার কাজ জোগাড় করে ফেলেছেন। বেশ ভালোই নামডাক হয়েছে। সে কারণে পরিচালক এ সিনেমায় তাকে অমিতাভের বিপরীতে খলচরিত্রেই বেছে নিলেন। আর বিগ বির জন্য সেটাই হলো কাল।
বেঙ্গালুরুরে ‘কুলি’ সিনেমার শুটিং চলাকালীন এ দুর্ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। সেই দুর্ঘটনার পর তিনি নবজন্ম পেয়েছিলেন বলে এর আগে অনেক সাক্ষাৎকারে জানান অমিতাভ। বলেন, ‘কুলি’ সিনেমার সেই দুর্ঘটনার পর তিনি নবজন্ম পেয়েছেন।
জখম অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অস্ত্রোপচার করতে হয়। আর সেই সময় চিকিৎসকরা মিনিট কয়েকের জন্য মনে করেছিলেন— মৃত্যু হয়েছে অভিনেতার। কোমার মতো অবস্থা থেকে অবশ্য সে বার ফিরে এসেছিলেন বিগ বি।
এদিকে সর্বাধিক পরিচিতি পায় খলনায়ক হিসাবে পুনিত ইসা। বিনাযুদ্ধে তিনি ছাড়তে রাজি নন সূচ্যগ্র মেদিনী। এমন বাহুবলী অভিনেতার অভিনয় জীবনের শুরুতেই ঘটল মারাত্মক সেই ঘটনা। যেমন তেমন নয়, খোদ শাহেনশাহ অমিতাভ বচ্চনকে মেরে প্রায় মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন তিনি। বরাত জোরে প্রাণ ফিরে পান বিগ বি। কিন্তু শেষে একের পর এক কাজ হারাতে শুরু করেন অভিনেতা পুনিত ইসা।
ঊষার আলো-এসএ