UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্র সেন্সর বোর্ডে যারা স্থান পেলেন

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ২৯ মার্চ ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়। সেন্সর বোর্ড সূত্র জানিয়েছেন, নতুন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তথ্য সচিব। আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয় সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া বাকি ৮ জন সদস্য হিসেবে রয়েছেন। তারা হচ্ছে, হামিদ (চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব), কাশেম হুমায়ূন (সাংবাদিক), আবদুস সামাদ খোকন (চলচ্চিত্র পরিচালক), খোরশেদ আলম খসরু (চলচ্চিত্র প্রযোজক), মুশফিকুর রহমান গুলজার (চলচ্চিত্র পরিচালক), অরুণা বিশ্বাস (চলচ্চিত্র অভিনেত্রী), অঞ্জনা সুলতানা (চলচ্চিত্র অভিনেত্রী), ও জাহাঙ্গীর আলম (চলচ্চিত্র পরিচালক)। সেন্সর বোর্ড পুনগঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা প্রদর্শিত হয়নি।