UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন তরুণ নাট্যনির্মাতা সাজ্জাদ সনি

ঊষার আলো
আগস্ট ১৫, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন সম্ভাবনাময় তরুণ টেলিভিশন নাটক নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের দুই দুইবারের সফল অর্থ সম্পাদক সাজ্জাদ সনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

গতকাল শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সনি মা, এক ভাই, এক বোন ও অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সাজ্জাদ সনির মৃত্যুতে নাট্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করছেন শোবিজের অনেকেই। তার এই অকাল প্রয়াণে ডিরেক্টরস গিল্ড গভীরভাবে শোকাহত।

সংগঠনটি জানায়, আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সনির মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে। তারপর বেলা ১২ টার সময় মরহুমের প্রথম জানাজা ও তার নিজ এলাকায় নিকুঞ্জ ২ -এ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবর স্থানে দাফন করা হবে তাকে।

(ঊষার আলো-এফএসপি)