UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য সাইফুল দিলশাদ, রাকিব, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত লেগেছে।
ছাতক থানার পুলিশ বলেন, ৩ এপ্রিল শনিবার রাত ৮টার থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা আল্লামা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশনরোড এলাকায় মিছিল বের করে। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ ঘটনায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেছেন, মিছিলকারীরা পুলিশের ৫ সদস্যের ওপর হামলা করে আহত করে। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ছাড়া ছাতকের জাউয়াবাজার ও দিরাইয়ে হেফাজত সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।

(ঊষার আলো- এম.এইচ)