UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন!

ঊষার আলো
জুন ৩, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিন্হার ‘দাহাড়’ সিরিজ়টি। ইতিমধ্যেই এই সিরিজ়ে তার অভিনয়ের প্রশংসা করছেন সবাই। এ ছাড়াও সদ্য সমুদ্রমুখী ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এখন চলছে শেষ মুহূর্তের অন্দরসজ্জা।

সামাজিক মাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জহির লেখেন, ‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার ওপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখ তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।’

জহিরের এই সোজাসাপটা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোনের বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তার পর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা।

সোনাক্ষী এবং জহিরের দুজনেরই বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। অন্য দিকে, সালমানের প্রযোজনা সংস্থা এসকেএফের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন জহির।

সোনাক্ষী ও জহিরকে জুটি বেঁধে অভিনয় দেখা যায় ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে এবং ‘ডবল এক্সেল’ ছবিতে।

ঊষার আলো-এসএ