আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। নির্মাতা হিসেবে এটিই তার প্রথম সিনেমা।
তবে এই সিনেমার একটি বিশেষ দিক হলো- এতে শাকিবের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ওপার বাংলার বর্তমান সময়ের আলোচিত নায়িকা ইধিকা পাল। এর আগে অবশ্য শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়ে ছিলেন ইধিকা। এবারও তার বত্যয় ঘটেনি। ‘বরবাদ’ ছবির ‘দ্বিধা’ শিরোনামের গানটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর এমনটাই বলছেন ভক্তরা।
এই গানটিতে শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স দেখে দর্শক-শ্রোতাদের আগ্রহ যে আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।
প্রকাশের পর দর্শকরা বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! গানটিতে শাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা।
জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’। এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির টিজার গেল সপ্তাহেই প্রকাশ হয়।
ঊষার আলো-এসএ