UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, গ্রেফতার ৫

usharalodesk
আগস্ট ২৪, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে জাতীয় সংগীত বিকৃতির মাধ্যমে অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অপরাধে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (সোমবার) রাতে এদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এরা সবাই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

আটক শিক্ষার্থীরা হলো- মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন এবং আরিফ আলী।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেফতারকৃরা সবাই ১০ম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২২ বছর। বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে ভিডিওটি ধারণ করেন এসব শিক্ষার্থীরা। এঘটনায় এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(ঊষার আলো-আরএম)