UsharAlo logo
শুক্রবার, ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ক্ষমতায় আসুক আমি চাই না: বাঁধন

বিনোদন ডেস্ক
মে ২৮, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সমসামায়িক নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়ই তাকে দেখা যায় নানা বিষয়ে নিয়ে লেখালেখি করতে। মাঝেমধ্যে তার মন্তব্য নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

কয়েক বছর আগে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের পরিচালনায় নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’য় অভিনয় করেছিলেন বাঁধন। সে সময় তার অভিনীত চরিত্রটি নানা বিতর্কের জন্ম দিয়েছিল।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে তার একটি কথোপকথন প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাপে বাঁধনকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অকপট জবাব দেন অভিনেত্রী।

ওই কথোপকথন বিশাল ভরদ্বাজকে বলতে শোনা যায়, ‘আজমেরি, সবাই যখন না বলেছিল (খুফিয়া’র সেই চরিত্রটির জন্য নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে আগে প্রস্তাব করা হয়েছিলো বলে জানা যায়), তখন তুমি কেন এই ছবিতে কাজ করতে রাজি হলে?’

এক প্রশ্নের জবাবে আজমেরি বলেন, ‘স্যার, টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে মিস করবে? আমরা দুজনেই হেসেছিলাম। কিন্তু সত্যি বলতে, আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমি একজন শিল্পী, আমার ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত নয়। আমি চরিত্রটি পছন্দ করেছি।’

এরপর বিশাল ভরদ্বাজ বলেন, ‘তোমার দেশের অনেকেই রাজি হয়নি কাজটি করতে। কেউ কেউ ‘জামাত’ শব্দটি মুছে ফেলতে বলেছিল, আবার কেউ কেউ চুম্বনে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?’

তখন আজমেরি তাকে বলেন, ‘স্যার, আমি সমকামী ব্যক্তি নই। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে। এবং আমি আমার দেশকে ভালোবাসি- আমি চাই না জামায়াত বা কোনো চরমপন্থী গোষ্ঠী কখনো ক্ষমতায় আসুক।’

তারপর বিশাল ভরদ্বাজ বলেন, ‘আমি এই চরিত্রের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি। আমরা একসঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি।’

ঊষার আলো-এসএ