UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানির নির্বাচন: হেরে গেল মের্কেলের দল, বিজয়ী এসপিডি

usharalodesk
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জার্মানিতে নির্বাচনে এঙ্গেলা মের্কেলের দলকে ছোট ব্যবধানে হারিয়ে জিতেছে মধ্য বামপন্থী দল সোশাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)।

প্রাথমিক ঘোষিত ফলাফলে, এসপিডি ২০৬ আসনে জয় পায়। তারা পেয়েছে মোট ২৫.৭ শতাংশ ভোট।

অন্যদিকে এঙ্গেলা মের্কেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) জয় পেয়েছে ১৫১ আসনে ও তাদের শরিক দলি ‘সিএসইউ’ জিতেছে ৪৫ আসনে। তারা পেয়েছে মোট ২৪.১ শতাংশ ভোট। ভোটভুক্ত সিডিইউ ও সিএসইউ মোট ১৯৬ আসনে জয় পেয়েছে।

তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে ভোটে সবার থেকে ভাল করেছে গ্রিনস। দলটি জয় পায় ১১৮ আসনে। তারা পেয়েছে মোট ১৪.৮ শতাংশ ভোট যা দলটির ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বেশি।

আর ১১.৫ শতাংশ ভোট পেয়েছে এফডিপি। দলটি পেয়েছে ৯২ আসন।

(ঊষার আলো-এফএসপি)