UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাসদ নেতা কাজী আরেফ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

usharalodesk
আগস্ট ১৯, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির ৫ জন নেতা কর্মীকে হত্যার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) র‌্যাব সদরদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে রওশন পালিয়ে ছিলেন। অভিযান অব্যাহত থাকায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

ঊল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা চলাকালীন সময়ে ব্রাশ ফায়ারে জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ ৫ জন নিহত হন। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর, ২০০৪ সালের ৩০ অগাস্ট ১০ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন কুষ্টিয়া জেলা জজ।

পরে, ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট ৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন আর একজনকে খালাস দেন এবং ১২ জনের সাজা মওকুফ করেন।

(ঊষার আলো-আরএম)