UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম করতে গিয়ে ইনজুরি, মুশফিকের পায়ে ৬ সেলাই

pial
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সামনের মৌসুমটা টি-টোয়েন্টির, আর এই ফরম্যাটকে বিদায় বলে দেওয়ায় আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই মুশফিকুর রহিমের।

তবুও অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি, এর মধ্যেই চোট পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় পায়ে ব্যথা পেয়েছেন তিনি। ৫ থেকে ৬ টি সেলাইও লেগেছে তার। এখন অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এ ডানহাতি ব্যাটারকে। যদিও কোনো চিড় ধরা পড়েনি, কাজে শঙ্কার কিছুও দেখছেন না বিসিবি চিকিৎসকরা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কারণ কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে তবে এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যেই। ’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর গতকাল (১৬ সেপ্টেম্বর) প্রথমবার মিরপুরে অনুশীলন করেন মুশফিকুর রহিম। আজ দ্বিতীয় দিন মাঠে এসে শুরুতে জিমে যান মুশফিক আর সেখানেই চোট পেলেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)