UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষে শিশুসহ নিহত ৬

pial
অক্টোবর ৬, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন, তিনি জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা যায়, উত্তরবঙ্গ হতে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল হতে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনেরই সামনের অংশ দুমড়ে ও মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৪০ জন।

ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহ পাঠানো হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে। নিহতদের পরিচয় শনাক্তের প্রচেষ্টা চলছে।

(ঊষার আলো-এফএসপি)