UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিআরপি বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে

usharalodesk
জুন ৭, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

                                                                 আয়কর আইনজীবীদের মানববন্ধনে বক্তারা

ঊষার আলো রিপোর্টার: অর্থ আইন ২০২৩ এর প্রস্তাবিত ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক (টিআরপি) বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে। এই বিধির অপপ্রয়োগ করদাতাদের মনে বিরূপ প্রভাব ফেলবে। এছাড়াও সর্বনি¤œ আয়কর দুই হাজার টাকা করা হলে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়বে।

বুধবার সকাল ১০টায় বয়রাস্থ কর কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন, খুলনার আয়কর আইনজীবী নেতৃবৃন্দ। টিআরপি বিধি ও সর্বনি¤œ দুই হাজার টাকা কর প্রদানের বিধান বাতিলের দাবী জানিয়ে তারা বলেন, ‘যেখানে আইন রয়েছে করযোগ্য আয় না থাকলে আয়কর দিতে হবে না। সেখানে টিআইএন থাকলে দুই হাজার টাকা আয়কর দিতে হবে এই বিধি কোনভাবেই সঠিক হতে পারে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড যে টিআরপি (এসআরও-১৬৮/২৩) বিধির প্রস্তাব করেছে তাতে দেশের রাজস্ব ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। কোন এজেন্সিকে দিয়ে রিটার্ন প্রস্তুত ও আয়কর আদায় করানো হলে তা সঠিক হবে না। কারণ অনভিজ্ঞ কেউ কাজটি করলে করাদাতাগণ ক্ষতিগ্রস্ত হবেন।’ তারা কোম্পানীর অডিট প্রসঙ্গে বলেন, ‘ডিভিসি প্রবর্তন একটা কালো আইন, এতে করদাতাগণ ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে ডিভিসি নিয়ম বাতিল করতে হবে।’

খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. গোলাম রসুল গাজীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় কর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সুলতান আহমেদ টুলু, শেখ আবুল কাশেম, এম হারুন অর রশিদ, হারুন অর রশিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, শিব দাস মিত্র, অখিল চন্দ্র সাহা, এবিএম মোস্তফা জামান, মহসিন কবির দুলু, মোঃ মজিবর রহমান, নাসিমা খাতুন, মোঃ আমিনুর রহমান, আলি আকবর, বিমল সাহা, মনি শংকর নাগ, মোঃ নুরুল হুদা, প্রহলাদ ঘোষ, মোঃ আওরঙ্গজেব, মোঃ নজরুল ইসলাম, মোঃ এম হানিফ হোসেন, প্রার্থ প্রতীম হিরক, বিকাশ মন্ডল, জেনিফা শাহমিন, কে এম রোকনুজ্জামান, জি এম সোহাগ, মোঃ ইফতেখারুল কামাল প্রমুখ।