UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত কাজী হায়াৎ দম্পতি

ঊষার আলো
মার্চ ১১, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এখন তারা দু’জনই বাসায় আইসোলেশনে আছেন। গত ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন তারা দু’জনেই। কিন্তু ১০ মার্চ তাদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াৎ নিজেই বলেছেন, কয়েকদিন আগে হঠাৎ করে আমার শরীরে জ্বর আসে। ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু ৩ দিন ধরে জ্বর না যাওয়ায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই। আমরা দুই জনই গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলাম। এখন হালকা জ্বর ছাড়া তাদের ২ জনের আর কোনো শারীরিক জটিলতা নেই বলে তিনি জানান।

(ঊষার আলো-আরএম)