UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্টকে বিদায় জানাচ্ছেন মঈন আলী

usharalodesk
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুব দ্রুতই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছে ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলী। ইংলিশদের হয়ে ৬৪ টেস্ট খেলা ৩৪ বছর বয়সী এ তারকার সাদা পোশাকের প্রতি আর তেমন একটা আগ্রহ নেই।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মঈন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন। কিন্তু ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা মঈন আগামী ডিসেম্বরে শুরু হওয়া অ্যাশেজেও তার জায়গা করে নিতে পারেন। তবে এত দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকতে রাজি নন তিনি।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলা মঈন ইতোমধ্যে তার সিদ্ধান্তের কথা টেস্ট অধিনায়ক জো রুট ও কোচ ক্রিস সিলভারউডের কাছে জানিয়েছেন।

তবে টেস্ট না খেললেও থ্রি-লায়ন্সদের হয়ে সীমিত ওভারের সিরিজের পাশাপাশি ফ্র্যাঞ্জাইজি লিগ এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যাবেন মঈন। কিন্তু কোনো সিদ্ধান্তই এখনও চূড়ান্ত হয়নি।

৬৪ টেস্টে মঈন ২৮.২৯ গড়ে ৫টি সেঞ্চুরিসহ মোট ২৯১৪ রান করেছেন। এছাড়াও ডানহাত ঘুরিয়ে ১৯৫টি উইকেটও নিয়েছেন তিনি।

টেস্টে দুই হাজার রান ও ১০০ উইকেট পেতে মঈন ইয়ান বোথাম, গ্যারি সোবার্স ও ইমরান খানদের থেকেও আরো কম ম্যাচ খেলেছেন। এছাড়াও ইংলিশদের সর্বোচ্চ উইকেট শিকারে তিনি বর্তমানে ১৬তম স্থানে আছেন।

(ঊষার আলো-এফএসপি)