ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় দেহ দ্বিখণ্ডিত হয়ে মজিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জে-দিনাজপুর সড়কে পৌর শহরের ক্যাইয়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিদুল ক্যাইয়াগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভ্যান চালিয়ে ক্যাইয়াগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিলেন মজিদুল। এসময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাকের চাপায় মজিদুলের দেহ কোমর থেকে সম্পূর্ণ দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঊষার আলো-এসএ