ঊষার আলো ডেস্ক : চলতি বছরের এক বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাইগার’। আর ট্রেইলারেই বাজিমাত করল এটি।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিজয় দেবরকোন্ডা অভিনীত সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। অ্যাকশন বা রোমান্স সবকিছুর পাওয়া গেছে এতে। একজন চা-ওয়ালার মিক্সড মার্শাল আর্ট শিরোপায় ভারতের প্রতিনিধি হয়ে ওঠা ও শিরোপা জেতার চেষ্টার গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়। আর প্রকাশিত ট্রেইলারে সেই ঝলকই দেখানো হয়েছে।
ট্রেইলারে দেখা যায় বিজয় দেবরকোন্ডার আবেগ, উত্থান ও পতনের একটি জার্নি। প্রেমিকার প্রতারণা, স্পষ্টভাবে কথা বলতে না পারা, হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলাসহ বিভিন্ন রকম প্রতিকূলতা পারি দিতে হয় তাকে।
প্রকাশের পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে ট্রেইলারটি। বিজয় ছাড়াও এতে রয়েছেন অনন্যা পান্ডে। এছাড়া বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণান। আর অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে।
(ঊষার আলো-এফএসপি)