UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর, আহত ৩

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমু‌রিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে আইল্যান্ডের ওপ‌রে উঠে গিয়ে উল্টে প‌ড়ে যায়। উপ‌জেলার গুটুদিয়া বাস স্ট্যান্ড এলাকায় বুধবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ দুঘটনাটি ঘ‌টে। এ ঘটনায় ৩ জনের আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মো: আলমগীর হোসেন, মো; মেহেদী হাসান এবং মো: রফিকুল ইসলাম৷ এর মধ্যে মেহেদীর হাত ভেঙ্গে যায়। তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই আশংকামুক্ত। সামান্য আঘাত পেয়েছেন বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।

ডুমু‌রিয়া হাইও‌য়ে থানার এস আই মোঃ কামরুল ইসলাম ঘটনাটি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় ৪ জন আহত খবর জানতে পারি। তবে কেউ মারা যায়নি।
প্রত্যেক্ষদর্শীর সুত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কয়রা হতে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস যার সং ঢাকা- জ-১১-০৩-১৯ ডুমুরিয়া থানাধীন গুটিদিয়া বাসস্ট্যান্ডে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের ওপর দিয়ে উঠিয়ে দেয়ায় বাসটি উল্টে রাস্তার মাঝামাঝিতে পড়ে যায়। এ সময়ে উক্ত তিন যাত্রী আহত হয়।

ঊআ-বিএস