UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি

pial
মে ২০, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঢাকায় আসছেন বলিউডখ্যাত অভিনেত্রী শিল্পা শেঠি । শিল্পা নিজেই এক ভিডিওবার্তায় জানান, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামী ৩০ জুলাই ঢাকায় পা রাখবেন তিনি। আর সেই ভিডিওটি পোস্ট করেছেন বাংলাদেশি কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

ভিডিওতে শিল্পা বলেন, “‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২” অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আমি ঢাকায় আসছি। আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।’

আগামী ২৮ জুলাই এ অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে ইভানের দল নৃত্য পরিবেশন করবে বলিউডের এ অভিনেত্রীর সাথে। এর আগে, ২০১৬ সালে একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি।

(ঊষার আলো-েএসএইস)