UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের দখলে আফগানিস্তানের পানশি

usharalodesk
সেপ্টেম্বর ৬, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা দখলে নেওয়ার দাবি করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেছেন তিনি।  তিনি বলেন, পানশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করেছে। এতে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে।

এদিকে, আফগান প্রতিরোধকারীরা তালেবানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছে বলে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) আহমেদ মাসুদ এ তথ্য দিয়েছেন।  আক্রমণ ও হামলা থামাতে তিনি তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।  এই আহ্বান নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তালেবান।

এনআরএফ জানান, তালেবানের হামলায় তাদের মুখপাত্র ফাহিম দাস্তি ও কমান্ডার জেনারেল আবদুল ওয়াদুদ জারা নিহত হয়েছে। তালেবানের এক প্রখ্যাত জেনারেল ও তার ১৩ দেহরক্ষী নিহত হয়েছে।

(ঊষার আলো-আরএম)