UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিনের আরও এক উইকেট, চালকের আসনে বাংলাদেশ

usharalodesk
অক্টোবর ৩০, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে তাসকিন আহমেদ জিম্বাবুয়েকে নাড়িয়ে দিয়েছিলেন। এরপর জোড়া আঘাত ছিল মুস্তাফিজের। সে ধাক্কা অবশ্য সামলে নিচ্ছিল জিম্বাবুয়ে। তবে রেজিস চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ে ইনিংসে আবারও এক আঘাত করে বসলেন তিনি।

পাওয়ারপ্লেতে সিকান্দার রাজাসহ চার উইকেট হারিয়ে খাদের কিনারেই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে এরপরই শন উইলিয়ামস আর রেজিস চাকাভার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। তাতে শুরুর স্বস্তিটা উবে যেতে থাকে ধীরে ধীরে।

তবে ইনিংসের ১২তম ওভারে চাকাভাকে বিদায়ে সেই স্বস্তিটা ফিরিয়ে আনেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন চাকাভা। সেটা নুরুল হাসানের ধরতে কোনো বেগই পেতে হয়নি। ৬৯ রানে দলটি খুইয়ে ফেলে ৫ উইকেট।

জিততে হলে জিম্বাবুয়ের এখনো চাই ৮২ রান। বল বাকি আর মাত্র ৫২টি। এই অবস্থায় বাংলাদেশ রীতিমতো চালকের আসনেই চলে এসেছে।

ঊষার আলো-এসএ