তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় সারা দেশের ন্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নে আইসিটি ইন এডুকেশন লেটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তেরখাদার আয়োজনে বৃহস্পতিবার সরকারি ইখড়ি কাটেঙ্গা মডেল মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী দশ দিনব্যাপী চলবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার লিডম পল বালা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শরাফত হোসেন দিপু, প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও রুবেল শেখ, কোঅর্ডিনেটর সাদেকুর রহমান প্রান্ত। উল্লেখ্য এ প্রশিক্ষণে দ্বিতীয় ব্যাচে (২০ জন) শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।