UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

usharalodesk
জুন ১৪, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় তেরখাদা উপজেলাতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর এর দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  বুধবার (১৪ জুন) বারোটার সময় উপজেলার হাড়িখালি মুজিব পল্লী এলাকায় সুবিধাভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, সার্ভেয়ার মাহাতাব হোসাইন সহ সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল ও চাবি পাওয়া অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের চোখে মুখে উচ্ছ্বাস ও আনন্দের ছাপ পরিলক্ষিত হয়।