UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

usharalodesk
মার্চ ২৬, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : উপজেলা পরিষদ ও প্রশাসন, সকল সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে যথাযথ মর্যাদা দিবসটি উদযাপিত হয়েছে।

উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহুরুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সহকারি প্রোগ্রামার লিডম পল বালাসহ উপজেলার সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, শেখ রাজামিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ

বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিনসহ মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে নানা কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবলীগের উদ্যোগে এস এম ওবায়দুল্লাহ বাবু, শেখ শামীম হাসান, মোঃ রিয়াজ মোল্লা, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনির, কৃষকলীগের এস এম নাজমুল ইসলাম, শ্রমিক লীগের জিল্লুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ আনিচুল হক ও সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমন, ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ ও আনারুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বঙ্গবন্ধুর পুষ্প স্তবক অর্পণসহ নানা কর্মসূচি মাধ্যমে দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন

উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আজিজুর রহমান আজিবর, এসকে নাসির আহমেদ, কামাল সরদার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।