UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা

ঊষার আলো
মার্চ ১১, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। যার ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই। এরপর বরফি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইলিয়ানা। তবে সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছে তিনি! এমন খবর ছড়িয়ে পড়েছে পুরো তামিল ইন্ডাস্ট্রিতে।

জানা গেছে, পারিশ্রমিক নেওয়ার পরও এক তামিল সিনেমার শুটিংয়ে হাজির হননি ইলিয়ানা। তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। আর এমন অপেশাদার কর্মকাণ্ডের কারণেই তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হলেন অভিনেত্রী। এ খবর পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়লেও এ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে তার ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। শরীরের পানির পরিমাণ কমে যাওয়ার ফলে হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। আর সেই কারণেই এমনটা করেছেন কী না, তা জানার চেষ্টা করছেন তার ঘনিষ্ঠজনেরা।

ঊষার আলো-এসএ