ঊষার আলো রিপোর্ট : বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে ও সরকারি ছুটিতে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ থাকার পর আবারও এ কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১৬ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। শুক্রবার (১৫ এপ্রিল) সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় যথারীতিতে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ঊষার আলো-এসএ