UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বাণিজ্যিকভাবে হিন্দি সিনেমার যুগ শুরু

usharalodesk
মে ১১, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বছর কয়েক আগে বলিউড অভিনেতা সালমান খানের ‘ওয়ান্টেড’ নামে একটি হিন্দি সিনেমা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। সেটি তখন তেমন দর্শক টানতে পারেনি। কারণ দেশি দর্শক সিনেমাটি আগেই বিকল্প মাধ্যমে দেখে ফেলেছেন।

নতুন করে আবারও আলোচনায় ‘দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন’। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে সেই ক্ষণ শুরুও হচ্ছে। আগামীকাল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে।

এদিকে গত রোজার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এগুলো হচ্ছে-শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত ও বর্ষার ‘কিল হিম’, বাপ্পীর ‘শত্রু’, বুবলী-আদরের ‘লোকাল’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জিন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদের তিন সপ্তাহ এরই মধ্যে পার হয়ে গেছে। তবে এখনো ঘুরেফিরে প্রেক্ষাগৃহগুলোতে চলছে এসব সিনেমা। কোনো কোনোটির দর্শকও বাড়ছে।
নির্মাতারাও আশায় বুক বাঁধছেন পুঁজি ফেরত পাওয়ার। অবস্থা যখন এই, তখন আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’। এ নিয়ে অবশ্য জল ঘোলা অনেক হয়েছে।

২০১৫ সালে যেমন প্রেক্ষাগৃহ মালিকদের দাবি ছিল হিন্দি সিনেমা প্রদর্শনের, এবারের দাবিও তারাই করেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও তারা গিয়েছেন। গিয়ে দাবি আদায়ও করেছেন। সেটারই ফল হচ্ছে ‘পাঠান’র প্রদর্শনী। আগামীকাল দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয় করা এ সিনেমা।

মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এরকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে। এ ১০টি সিনেমাই নাকি বদলে দেবে বাংলাদেশের সিনেমার বাজার, এমনটাই দাবি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুনের। সুপারহিট ‘পাঠান’ই নয়, কিছুদিনের মধ্যে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ও আসছে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘সরকার দুবছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আমরা ১০টি সিনেমা আমদানির অনুমতি পেয়েছি। পাঠান আসার পর তো আরও ৯টি সিনেমা থাকছে।

আমরা এরই মধ্যে পরবর্তী সিনেমার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপর দর্শক দেখবেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এভাবে বছরজুড়েই থাকছে নতুন হিন্দি সিনেমা।

ঊষার আলো-এসএ