UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

pial
ডিসেম্বর ২১, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকার দোহার উপজেলায় একটি ভবনে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আরশাদ আলীর ছেলে মো. মনির (৪০) ও ইকরাশি খ্রিস্টানপাড়া এলাকার মো. আসলামের ছেলে সানি (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় মো. মুছা আব্দুল্লাহর বাড়ির ২য় তলায় মিস্ত্রি মনির এবং সানি রংয়ের কাজ করছিলেন। এ সময় ভবনের সাথে ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে তাদের শরীর লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে যান।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দোহার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তামিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)