বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ। এর আগে গত ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে তার।
শনিবার দুপুরে রিয়াজ বলেন, “আমি শারীরিকভাবে ভালো আছি, কোনো সমস্যা হচ্ছে না। করোনা ক্রমশই মারাত্মক হচ্ছে। সবাইকে সাবধানে থাকতে হবে। মিডিয়ার অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।”
খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ ছবির বায়োপিকে তাজউদ্দিন আহমদের চরিত্রের কিছু অংশের শুটিং শেষ করেছেন রিয়াজ। এই ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার আগে পরীক্ষা করার সময় করোনা পজিটিভ আসে তার। রিয়াজ অভিনীত দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
(ঊষার আলো-এমএনএস)