UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় সপ্তাহেও উত্তর আমেরিকায় ৩৫ থিয়েটারে বইছে ‘হাওয়া’

pial
সেপ্টেম্বর ১১, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তর আমেরিকায় ‘হাওয়া’ যেন থামছে না। প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে দ্বিতীয় সপ্তাহেও রেকর্ড ৩৫টি থিয়েটারে চলছে ‘হাওয়া’। বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

৯ সেপ্টেম্বর থেকে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স ও শোকেইস চেইনে ১১টি স্টেটের ২২টি থিয়েটারে দ্বিতীয় সপ্তাহেও বইছে ‘হাওয়া’। স্টেটগুলো হলো নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, ম্যাসাচুসেটস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া ও অরিগন।

একই দিন থেকে পুরো সপ্তাহ কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট ও ল্যান্ডমার্ক এর চেইনে ৭টি প্রভিন্স অন্টারিও, কুইবেক, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, সাসকাচুন ও নোভাস্কোশিয়া এর আপনাদের কাছের ১৩টি থিয়েটারে দ্বিতীয় সপ্তাহেও বইছে হাওয়া।

স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও ফেইসকার্ড প্রোডাকশন নির্মিত মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’ প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি ও আমেরিকায় ৭৩টি মোট ৮৬ হলে মুক্তি পায়। মুক্তির প্রথম চারদিনে বা উইকেন্ড-এ বক্সঅফিসে ঝড় তুলে বক্সঅফিস কমস্কোরের ইউএস টপচার্টে ২৭ নম্বরে এসেছে ‘হাওয়া’।

বাংলাদেশে মু্ক্তির পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটে চলেছে ‘হাওয়া’। বিবিন্ন চরিত্রে দর্শকদের মোহাবিস্ট করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ সবাই। এখন এ হাওয়া কতদূর বইবে তা সময় বলে দিবে।

(ঊষার আলো-এফএসপি)