UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধান দেখতে গিয়ে লাশ হলেন কৃষক

usharalodesk
ডিসেম্বর ১২, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : স্বামীকে বাসায় রেখে প্রতিবেশিদের সঙ্গে ওয়াজ মাহফিলে গিয়েছেন স্ত্রী  হালিমা বিবি। রাতে বাড়ির অদূরে বর্গা নেওয়া কাটা ধানের জমি দেখতে গিয়ে আর ফিরে আসেননি স্বামী আশরাফুল ইসলাম (৪৭)। সকালে ওই জমিতেই আশরাফুলের মাথা থেতলানো মরদেহ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বেগমপুরের একটি মাঠ থেকে আশরাফুলের মরদেহটি উদ্ধার করে থানাপুলিশ।নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতদিয়ে থানাপুলিশ জানায়, রবিবার রাতে আশরাফুলের স্ত্রী প্রতিবেশিদের সঙ্গে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে যায়। তার ছেলে চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। আজ সকালে বাড়ির পাশে তার বর্গা নেওয়া জমিথেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, রবিবার সন্ধার কিছু আগে সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়িতেই ছিলাম। আজ সকালে প্রতিবেশিদের খবরে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালোমানুষ ছিলেন।

এলাকাবাসি আব্দুর জলিল বলেন,‘নিহত আশরাফুল ইসলাম একজন সাদা সিদে মানুষ। এলাকার কারো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। রাতে এক সঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কারা হত্যা করে মরদেহ ধানের জমিতে রেখে গেছে।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন,‘ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ’

ঊষার আলো-এসএ