UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন এক রূপে মারজুক রাসেল

pial
অক্টোবর ১২, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো : ‘চিরকুমার সংঘ’ নামের একটি টেলিছবি এনটিভিতে প্রচার করা হয়েছিল ২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে। দীর্ঘ ১৪ বছর পর এ টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই এ নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এ নির্মাতার প্রথম ধারাবাহিক। আর নাটকটি লিখছেন গোলাম রাব্বানী।

জানা গেছে, নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান, যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করেন আর কেউ করেন না। এ দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা ও ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার ও পাভেলসহ অনেকে।

ঢাকার নানা লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে। আসছে ২ নভেম্বর হতে প্রতি সপ্তাহে ৪ দিন করে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

(ঊষার আলো-এফএসপি)