UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন করে টিকা না এলে কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা

usharalodesk
জুন ৬, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলছে কুমিল্লায় জেলায়। মজুত টিকায় চলতি সপ্তাহ (১০ জুন) পর্যন্ত দেওয়া যাবে। এরপর নতুন করে টিকা না এলে রয়েছে কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা। ৬ জুন রোববার কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছে।
ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন জানান, কুমিল্লা জেলায় ৪ লাখ ২৯ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৩২ জন। দ্বিতীয় ডোজ টিকা ৫ জুন শনিবার পর্যন্ত নিয়েছে এক লাখ ৬০ হাজার ১৪ জন। এ পর্যন্ত মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬৪৬ জনকে। মজুত রয়েছে ৪২ হাজার ৩৫৪ ডোজ টিকা। এই টিকা চলতি সপ্তাহ (১০ জুন) পর্যন্ত চলবে।
এদিকে কুমিল্লায় করোনা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। শনাক্ত ও মৃত্যু ১ দিন বাড়ে, আবার ১ দিন কমে আসে। এমন অবস্থা বিরাজ করছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কুমিল্লায় ভারতীয় করোনার ভ্যারিয়েন্টের আশঙ্কা করছে পর্যবেক্ষকরা।
গত ৫ জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯০৪ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪১ জনে। লাঙ্গলকোটের ১ জন, চৌদ্দগ্রামের ১ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৬ জন, চৌদ্দগ্রাম ১ জন, আদর্শ সদর ১ জন, বুড়িচং ১ জন, লাকসাম ১ জন, লাঙ্গলকোট ৫ জন, দাউদকান্দি ১ জন। এ ছাড়া বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৯ জনের। তাদের কারোই করোনা শনাক্ত হয়নি।

(ঊষার আলো- এম.এইচ)